কালীগঞ্জে কেপিএল ক্রিকেটের তৃতীয় আসর শুরু

তৃতীয় বারের মতো লালমনিরহাটের কালীগঞ্জে শুরু হয়েছে ‘কালীগঞ্জ প্রিমিয়ার লীগ (কেপিএল)’। ‘কালীগঞ্জ নেভার স্লিপ’ শ্লোগানে এ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় (কেইউপি) মাঠে।

বুধবার, ১৪ আগষ্ট সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক রেফাজ রাঙ্গা  এবং ই-পার্ক আইটির ব্যবস্থাপনা সহযোগী ও রাতদিননিউজের প্রকাশক মেজবাহ উদ্দিন বিপ্লব।

অতিথিরা বলেন, গত দুই আসরকে ছাপিয়ে এবার অনন্য মাত্রা পেয়েছে কেপিএল। আগামীতে আরো সম্মানজনক স্থানে পৌঁছবে। কোনো একসময় জেলা ও জেলা ছাড়িয়ে দেশের সেরা ক্রিকেট টুর্নামেন্টের মর্যাদা লাভ করবে।

এইচএ/রাতদিন