নারী টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে শুভ সূচনা বাংলাদেশের

নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৮ উইকেটের বিশাল ব্যাবধানে জয় পেয়েছে সালমারা।

রোববার, ১ সেপ্টেম্বর স্কটল্যান্ডের আরব্রোথে টসে জিতে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র। শুরু থেকেই তাদের চাপে রাখে বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে মাত্র ৪৬ রানে অলআউট হন যুক্তরাষ্ট্রের মেয়েরা।

দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার সুগীতা চন্দ্রশেখর। বাকিরা কেউই দুই অঙ্কে যেতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন নাহিদা। আর ২টি করে উইকেট শিকার করেন জাহানারা আলম ও কুবরা। এ ছাড়া ১ উইকেট পান রিতু মনি।

৪৭ রান তাড়া করতে নেমে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি বাংলাদেশকে। উদ্বোধনী জুটিতেই ৪২ রান তুলে ফেলেন সানজিদা ইসলাম ও আয়েশা রহমান।

এরপর তারা দ্রুত ফিরলেও কোনো বিপদ হয়নি। শক্ত হাতে বাকি কাজটুকু সারেন নিগার সুলতানা। যার ফলে ৮ উইকেটের জয় নিয়ে ফিরে বাংলাদেশ নারী দল।

শান্ত/রাতদিন