রংপুর-৩ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করেছেন রওশন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করেছেন রওশন এরশাদ। আজ এই আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণার কথা ছিলো।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনিবার্য কারণে আজ সংবাদ সম্মেলন করে রংপুর-৩ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে। প্রার্থী ঘোষণার তারিখ পরে জানানো হবে।

এর আগে শুক্রবার রওশন এরশাদের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুর-৩ আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, রংপুর-৩ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৫ অক্টোবর।