বুড়িমারী স্থলবন্দর আমদানি- রফতানিকারক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন রুহুল আমীন বাবুল।
গত শনিবার, ১৪ সেপ্টেম্বর বিকেলে নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কনফারেন্স কক্ষে স্থলবন্দরের সকল শ্রেণির আমদানি- রফতানিকারকগণের এক সাধারণ সভা হয়েছে।
সভায় আগামী তিন বছরের জন্য উম্মুক্ত প্রস্তাব ও পূর্ণ সমর্থনে মেসার্স আবতাহী ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুলকে সভাপতি ও মেসার্স নাহার ট্রেডার্সের সত্ত্বাধিকারী এবং বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ নেওয়াজ নিশাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভাপতি হিসেবে পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল টানা তৃতীয়বার ও সাধারণ সম্পাদক হিসেবে আবু সাঈদ নেওয়াজ নিশাত দ্বিতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।