জাবি ভিসির অপসারন দাবিতে কুশপুত্তলিকা দাহ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের অপসারনের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনকারীরা।এসময় বিক্ষোভ মিছিলও করেন তারা।

রবিবার, ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২ টার দিকে উপাচার্য বিরোধী আন্দোলনর চলমান কর্মসূচীর অংশ হিসাবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে সমাজবিজ্ঞান ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় তারা উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন।

কুশপুত্তলিকা দাহ করার সময় ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘এই কর্মসূচির পর থেকে আমরা উপাচার্যের স্বাক্ষরিত কোন আদেশ আর মানবো না।আমরা উপাচার্যকে সর্বাত্মকভাবে অস্বীকার করছি।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার যুগ্ন আহবায়ক জয়নাল আবেদিন শিশির বলেন, ‘আমরা দুর্নীতিবাজ উপাচার্যকে আর এক মুহুর্তও দায়িত্বে দেখতে চাই না। তিনি দায়িত্ব পালনের সকল নৈতিক অধিকার হারিয়েছেন। অবিলম্বে এই উপাচার্যকে অপসারন করতে হবে।’

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আজ কুশপুত্তলিকা দাহের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্যকে সম্পূর্নভাবে অস্বীকার করা হলো।’

এসকে/রাতদিন