বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরো এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি বুয়েটের প্রাক্তন ছাত্র, নাম এস এম মাহমুদ (সেতু)।
গতকাল রবিবার, ২৭ আগষ্ট বিকালে বুয়েট হল থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, আবরার হত্যা মামলার এজাহারে সেতুর নাম নেই। তবে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেওয়া অন্য আসামিদের বক্তব্যে সেতুর নাম উঠেছে। সে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার সময় শেরেবাংলা হলের ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত থেকে ১৯ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আবরার হত্যায় তার বাবা বরকত উল্লাহও চকবাজার থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, চলতি বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে নিহত হনআবরার ফাহাদ। বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শান্ত/রাতদিন