অজ্ঞাত রোগের সাথে যুদ্ধ করে বেড়ে উঠছে লালমনিরহাটের পরমব্রত

অজ্ঞাত রোগ নিয়েই জন্ম নিয়েছে পরমব্রত।জন্মের পর থেকেই দুহাতে আঙ্গুল নেই বললেই চলে আর বাম পায়ের গোড়ালিতে এতটাই পেশি সংকুচিত হয়েছে যে দেখে মনে হতে পারে দড়ি দিয়ে শক্ত করে বেধে রাখা হয়েছে সেখানে। এভাবেই জন্মের একবছর অতিক্রম করলো শিশু পরমব্রত।

লালমনিরহাট জেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্র নগরের নামুড়ি হারাটি গ্রামের দেবদাস ও বীণাপানি রায়ের একমাত্র সন্তান পরমব্রত।

পরমব্রত রায়ের মা বীণাপানি রায়ের সাথে কথা বলে জানা গেছে, শারিরীক প্রতিবন্ধী হয়েই জন্ম নেয় সে।সে সময়েই তার দু’হাতের আঙ্গুল একত্রিত অবস্থায় ছিলো। একটা পায়ের গোড়ালির খানিকটা উপরে মাংস পেঁচিয়ে এমন অবস্থা, মনে হতে পারে চিকন রশি দিয়ে পায়ের হাড় পর্যন্ত বেধে রাখা হয়েছে।

তিনি জানান, ডাক্তার পরমব্রতের নির্দিষ্ট রোগ শনাক্ত করতে পারেন নি।তবে দ্রুত অপারেশন করলে ভালো হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।

পরমব্রতের বাবা জানান, চরম দারিদ্রের কারনে তিনি তার সন্তানের সুচিকিৎসা করাতে পারছেন না। সন্তানের জন্য সকলের দোয়া চেয়ে সরকারের সুদৃষ্টি প্রত্যাশা করেন এই অসহায় পিতা।

জেএম/রাতদিন