আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে হাতীবান্ধা উপজেলা আ’লীগের সভাপতি-সম্পাদক পাল্টাপাল্টি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন নিয়ে তাদের দ্বন্দ এখন প্রকাশ্য রুপ নিয়েছে ।
হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলুর নেতৃত্বে ওয়ার্ড কমিটিসমুহ গঠন শেষে ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। ইতোমধ্যে ৩ টি ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
অপরদিকে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের নেতৃত্বে ওয়ার্ড সম্মেলন শেষে ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে ।
পাল্টা-পাল্টি কমিটি গঠন নিয়ে তৃণমুল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান ভেলুর সাথে রয়েছেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সরওয়ার হায়াত খান ও টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান আতিক।
আর,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের সাথে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ।
হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু রাতদিনকে বলেন, ‘দলের গঠনতন্ত্র মেনে আমরা প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করছি। কিন্তু সাধারণ সম্পাদক আমাকে না জানিয়ে পাল্টা কমিটি গঠন করছে।’
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন,‘কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। এখানে যদি কেউ গ্রুপিং করে কমিটি করে তা’হলে সেটি ঠিক হবে না।’
এনএ/রাতদিন