লালমনিরহাটে বালু বোঝাই ট্রাক্টারে ১৯০ কেজি গাঁজাসহ দুই মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার,৩০ নভেম্বর বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে সদর থানার ওসি মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম রশিদুল হক সাংবাদিকদের জানান । শুক্রবার, ২৯ নভেম্বর রাতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর জুম্মাপাড়া হারানো মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর জুম্মাপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে ট্রাক্টর চালক সবুজ মিয়া(২৫) ও আয়নাল হকের ছেলে আমিনুল ইসলাম(৩২)। এরা দুজনেই একই গ্রামের বাসিন্দা।
প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, বালু বোঝাই একটি ট্রাক্টর বিপুল পরিমাণ মাদক নিয়ে কুড়িগ্রাম থেকে রংপুরে দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি মাহফুজ আলম পুলিশ সদস্যদের নিয়ে ফকিরের তকেয়া বাজার এলাকায় অভিযান চালায়। পরে অভিযান চালানোর ট্রাক্টরটি আটক করে তল্লাশি করলে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাক্টরের চালক সবুজ মিয়াসহ তার হেলপার আমিনুল ইসলামকে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, লালমনিরহাট জেলাকে মাদক মুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে। জেলাকে মাদক মুক্ত করতে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।
এনএ/রাতদিন