রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘ভাওয়াইয়া আবেগের গান। সহজ-সরল মানুষের গান। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাওয়াইয়া গান পছন্দ করেন এবং শোনেন। উত্তরাঞ্চলের ভাওয়াইয়ার সুর এখন বিশ্বজুড়ে সমাদৃত।’
বৃহস্পতিবার, ২ জানুয়ারি বিকেলে রংপুর টাউন হলে ভাওয়াইয়া উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভাওয়াইয়া অঙ্গন রংপুরের ১৪ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
মেয়র আরও বলেন, ‘শুধু পৃষ্ঠপোষকতার অভাবে এতদিন ভাওয়াইয়া শিল্পীরা দেশের গণ্ডি পার হতে পারেনি। কিন্তু এখন সেই দিন নেই। ভাওয়াইয়া শিল্পীরা দেশ-বিদেশে মঞ্চ মাতিয়ে বেড়াচ্ছে। তাদের সুরে বাংলাদেশ তথা উত্তরাঞ্চলের পরিচিতি বাড়ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশীদ, গবেষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, গবেষক অধ্যাপক ড. শ্বাশত ভট্টাচার্য, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল।
১ জানুয়ারি শুরু হওয়া দুইদিনের এই উৎসবে ভাওয়াইয়া বিষয়ক কর্মশালার পাশাপাশি শিল্পীদের গানের তালিম ও প্রশিক্ষণ দেয়া হয়।