সৈয়দপুরে মাতৃভাষা দিবসে সম্মিলিত আর্ট একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর সম্মিলিত আর্ট একাডেমি এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি শহরের বিমানবন্দর সড়কে রেলওয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ এবং সৈয়দপুর প্লাজাস্থ শাপলা এন্টারপ্রাইজ ও মেটালিক এন্ড প্রিন্টার্সের স্বত্তাধিকারী মো. আব্দুল্লাহ-আল-মাহমুদ বুলবুল।

সভাপতিত্ব করেন ডিজিটাল আর্ট একাডেমির পরিচালক মো. জাবেদ আত্তারী। বক্তব্য দেন সাংবাদিক এম. আর. আলম ঝন্টু, অভিভাবক এ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন, মো. সেকেন্দার আলী ও তাজ উদ্দিন আহমেদ।

আমির হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রাবেয়া আলীম চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জেএম/রাতদিন