করোনাভাইরাসে মৃত সেই ব্যক্তির দাফন হলো যেভাবে

প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে যিনি মারা গেলেন, তিনি কি কখনো ভেবেছিলেন, তার লাশের পাশে আসবে না কোনো স্বজন? শেষবারের মতো এক নজর দেখতে ভীড় করবে না কেউ? এমন মৃত্যু কি কখনো তার কল্পনায় ছিল? হ্যাঁ, এটি এখন বাস্তবতা।

ফেসবুকে বিদেশে করোনায় মৃতের লাশ সৎকারের দৃশ্য দেখে শিউরে উঠেছি অনেকেই। এটি ফেসবুক নয়, বাস্তব এবং বাংলাদেশের দৃশ্য। যে দৃশ্য দেখে কেউ স্থির থাকতে পারে না।

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত ব্যক্তির দাফন হয়েছে আজিমপুর কবরস্থানে। আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ  সন্ধ্যায় লাশটি দাফন করা হয়।

এই ব্যক্তির দাফনের সময় তার স্বজনদের কেউ উপস্থিত ছিলেন না। আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশের দাফনের ব্যবস্থা করেছে। ঢাকা জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট দূর থেকে শুধু তদারকি করেছেন।

উল্লেখ্য, দেশে সব মিলিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ভাইরাসে মারা গেছেন একজন।

সূত্র: বাংলা

এবি/রাতদিন