রংপুরে জাতীয় ছাত্র সমাজের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। এ উপলক্ষে রংপুর মহানগরীতে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার, ২৭ মার্চ রাতে রংপুর মহনগরীর টাউন হলের সামনে এসব মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।
জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন এদিন এসব সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশরাফুল হক জবা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোবহান মজিদ বিদ্যুৎ, রংপুর জেলা যুগ্ম আহবায়ক আলামিন সুমন, টিটু, মোস্তফাসহ অন্যান্যরা নেতৃবৃন্দরা।
বিতরণ শেষে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন সাংবাদিকদেরকে জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আমাদের প্রয়োজন সচেতনতার। প্রয়োজন হোম কোয়ারেন্টিনে থাকা। আমাদের উদ্দেশ্য করোনা মোকাবেলায় সবাইকে ঘরমূখী করে রাখা।
তিনি জানান, পরবরতীর্ সাতদিনব্যাপী চলবে এই কার্যক্রম।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর ছাড়াও জেলার প্রত্যেকটি উপজেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ইতিমধ্যে ১৩ হাজার মাস্ক এবং হ্যান্ডসেনিটাইজার বিতরণ করেছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এসময় নিরাপদ ১ মিটার দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়।
জেএম/রাতদিন