রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিনে প্রথম দিনে করোনা আক্রান্ত সন্দেহে ৪২ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে । আগামীকাল শনিবার জানা যাবে, এদের মধ্যে কেউ করোনা আক্রান্ত রয়েছে কিনা।
শুক্রবার, ৩ এপ্রিল বিকেলে রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান ও করোনা ল্যাবের তত্বাবধায় ডা. মোস্তাকিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার, ২ এপ্রিল সকালে করোনা শনাক্তকরণে স্থাপিত পিসিআর মেশিন ও ল্যাবের কার্যক্রম শুরু হয়। প্রথম দিন রাত ১২টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ৪২ জনের সংগ্রহ করা নমুনা জমা হয়। এর মধ্যে রংপুর জেলার ১১ জনের নমুনা রয়েছে। এছাড়া ৩১ জনের নমুনা এসেছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলা থেকে।
ডা. মোস্তাকিমুর রহমান জানান, ৪২ টি নমূনার মধ্যে ১০ নারী ও ৩২ জন পুরুষের নমুনা রয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পিসিআর ল্যাবের মাধ্যমে নমুনা পরীক্ষা সম্পন্ন করা হয়। এসবের ফলাফল ঢাকায় স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
শনিবার, ৪ এপ্রিল আইইডিসিআর অনলাইন ব্রিফিংয়ে মাধ্যমে এই ফলাফল জানাবে।
জেএম/রাতদিন