অহেতুক বাজারে ঘোরাফেরা, লালমনিরহাটজুড়ে ৯৩ ব্যক্তির জরিমানা

লালমনিরহাটে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও মাস্ক না পরার কারণে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসব অভিযানে ৯৩ ব্যক্তিকে ৭৯হাজার ৫’শত টাকা জরিমানা করে আদালত।

সোমবার, ৬ এপ্রিল সকাল ৯টায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

জানাগেছে, করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে জারীকৃত সরকারী আদেশ অমান্য করে লালমনিরহাটের ৫ টি উপজেলায় মাস্ক না পরে অকারণে বাজারে ঘোরাফেরা করা লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলার পাঁচটি উপজেলায় গত ২৪ ঘন্টায় পরিচালিত এসব অভিযানে মাস্ক না পরে ও অযথা ঘোরাফেরা করার অপরাধে ৯৩ ব্যাক্তিকে ৭৯ হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত। ছবি: রাতদিন

এসময় সংশ্লিষ্ট উপজেলার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন। এর বাইরে দলগুলো দিনব্যাপি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে উপজেলার বিভিন্ন হাট বাজারে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালান।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, সরকারি নির্দেশনা অমান্যের কারণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সবাইকে সতর্কতার সাথে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করবে।

এনএ/রাতদিন