করোনায় সাবেক পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু

পাকিস্তানের ক্রীড়াঙ্গনেও মারণ থাবা বসালো করোনাভাইরাস। প্রাণঘাতী ভাইরাসটি জীবন কেড়ে নিয়েছে প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার জাফর সরফরাজের।

৫০ বছর বয়সী জাফর তিন দিন ধরে ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাসটিও নিতে পারছিলেন না। তাই প্রয়োজন পড়ে ভেন্টিলেটরের। এতেও শেষ রক্ষা হয়নি। পেশাওয়ারের একটি হাসপাতালেই মৃত্যু বরণ করেছেন। করোনার কারণে পাকিস্তানে এই প্রথম পেশাদার কোনো ক্রিকেটারের মৃত্যু ঘটলো।

১৯৮৮ সালে অভিষেক হওয়া সরফরাজ ছিলেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৫টি। সংগ্রহ ছিল ৬১৬ রান। ৬ ওয়ানডেতে করেছেন ৯৬ রান। ১৯৯৪ সালে অবসর নিয়ে পেশাওয়ারের সিনিয়র ও অনূর্ধ্ব-১৯ দলের কোচেরও দায়িত্ব পালন করেছেন।

পেশাওয়ারের খুবই পরিচিত মুখ জাফর নিজে প্রথম শ্রেণির ক্রিকেট খেললেও তার ভাই আখতার সরফরাজ ছিলেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার। ১৯৯৭ সাল থেকে ১৯৯৮ সালের মাঝে খেলেছেন ৪টি ওয়ানডে। ১০ মাস আগে কোলন ক্যানসারে একই শহরে মারা গেছেন তিনি।

পাকিস্তানে এখন পর্যন্ত মারা গেছেন ১০০ জনের মতো। আক্রান্ত দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তরাঞ্চলীয় শহর পেশাওয়ারেই আক্রান্ত হয়েছেন ৭৪৪জন।

এনএ/রাতদিন