গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে নতুন করে আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন বিভাগের পাঁচ জেলায় এই আটজনের সংক্রমণ শনাক্ত হয়। ফলে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৬১ জনে।
মঙ্গলবার, ২১ এপ্রিল বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর একেএম নূর-উন-নবী লাইজু ।
তিনি জানান, সোমবার দিনব্যাপী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আটজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
এদের মধ্যে রয়েছেন, রংপুর, দিনাজুপর ও ঠাকুরগাঁওয়ের ২ জন করে ৬জন এবং নীলফামারী ও পঞ্চগড়ে ১ জন করে। রংপুরের দুইজনের একজন মহানগরীর গনেশপুর এলাকার অন্যজন মিঠাপুকুর উপজেলার। দিনাজপুর সদরে একজন ও কাহারোল উপজেলায় একজন। আর ঠাকুরগাঁও সদরে একজন ও হরিপুর উপজেলায় একজন।
ফলে আজ মঙ্গলবার, ২১ এপ্রিল রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়ালো:
- গাইবান্ধায় ১৪ জন
- দিনাজপুরে ১৩ জন
- নীলফামারীতে ১০ জন
- ঠাকুরগাঁওয়ে আটজন
- রংপুরে নয়জন
- লালমনিরহাটে দুজন
- কুড়িগ্রামে তিনজন
- পঞ্চগড়ে দুইজন
সবমিলিয়ে রংপুর বিভাগের আট জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬১ জন।
জেএম/রাতদিন