রংপুরের পাঁচ জেলায় নতুন আক্রান্ত ৫৯

গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে  ১৮৮টি নমুনা পরীক্ষা করে বিভাগের পাঁচ জেলায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে পুলিশ, চিকিৎসক, ব্যাংকার ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীও আছেন।

আজ বৃহস্পতিবার, ৯ জুলাই এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি আক্রান্তদের মধ্যে রংপুরে ৩১ জন, কুড়িগ্রামে ১২, গাইবান্ধায় ৮, লালমনিরহাটে ৭ এবং পঞ্চগড় জেলার ১ জন আছেন।

রমেকের পিসিআর ল্যাব ও রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার সবশেষ তথ্য অনুযায়ী রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৪ জনে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ৮১৭ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে ৩৫৯ জন চিকিৎসাধীন রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

এবি/রাতদিন