সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় তাঁর আতœার শান্তি কামনা করে দোয়া করা হয়।
আজ বুধবার, ১৫ জুলাই দুপুরে নগরীর পল্লী নিবাসে এসবের আয়োজন করে মহানগর জাতীয় ছাত্রসমাজ মহানগর শাখা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এসময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ ও আমিনুল ইসলাম।
সেখানে আরও ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মহাগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির ও সাধারণ সম্পাদক শান্তি কাদেরী।
এবি/রাতদিন