সরকার অন্য কোন দেশের চামড়া শিল্পের বিকাশ সাধনের জন্য নিজ দেশের চামড়া শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার, ৭ আগস্ট সকালে কুড়িগ্রামে তার নিজ বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, এবার আমরা দেখেছি কোরবানির চামড়া নিয়ে তেলেসমাতি। কোরবানির পশুর চামড়া বিক্রি না হওয়ায় আবারও প্রমাণিত হয়েছে এই সরকার গরিব অসহায় এতিমদের পিষে মারছে। সরকার ট্যানারি মালিকদের কোনো রকম সহযোগিতা না করায় ট্যানারি মালিকরা চামড়া ক্রয় করেনি। সরকার পরিকল্পিতভাবে চামড়া শিল্পকে ধ্বংস করছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়। কিছু মেগা প্রজেক্ট নামে দুর্নীতির মহোৎসব করছে নিজেদের লোকদের নিয়ে। এতে মানুষ দিনদিন কর্মহীন হচ্ছে। কর্মসংস্থান হচ্ছে না। কোটি কোটি শিক্ষিত বেকার লোক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, করোনার মধ্যে সরকার অফিস-আদালত খুলে দিয়েছে। সকলে এর নিন্দা জানিয়েছে। ২৫ শতাংশ লোক দিয়েই যেখানে অফিস আদালত চলছিলো সেখানে এই মহামারির সময় তারা সব লোককে অফিসে আসতে বাধ্য করছে। কোটি কোটি মানুষকে বিনাচিকিৎসায় ঝুঁকিতে ঠেলে দিয়ে ভয়ঙ্কর মরণযজ্ঞ তৈরি করেছে।
বন্যা ও করোনা মোকাবেলা এবং চামড়া শিল্পে প্রণোদনা দিয়ে দেশকে বাঁচানোর দাবি করেন রুহুল কবির রিজভী।
শামীম/জেএম/রাতদিন