রংপুরের গঙ্গাচড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। শোকাবহ আগষ্টের প্রাক্কালে নবনির্মিত এই ম্যুরালটি উদ্বোধন করা হলো।
আজ বুধবার, ১২ আগষ্ট উপজেলা পরিষদ চত্ত্বরে এর উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল’ এর উদ্বোধন করেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এজেডএম আহসান উল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেএম/রাতদিন