বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৭ লাখ ৬৯ হাজার ছুঁইছুঁই

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো প্রায় সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আড়াই লক্ষাধিক মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৭ লাখ ৬৯ হাজার ছুঁইছুঁই। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৬ লাখ ছাড়াল।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১৬ আগস্ট, রবিবার সকাল সোয়া ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ২ কোটি ১৬ লাখ ১৪ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৭ লাখ ৬৮ হাজার ৯৬৮ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৮৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৫ লাখ ১৭ হাজার ৬১ জন করোনারোগী, যাদের মধ্যে ৬৪ হাজার ৪৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ ৫৫ লাখ ২৯ হাজার ৭৮৯ জনের শরীরে এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ব্রাজিলে শনাক্ত হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ লাখ ১৭ হাজার ৮৩২ জনের শরীরে। এছাড়া ভারতে তৃতীয় সর্বোচ্চ ২৫ লাখ ৮৯ হাজার ২০৮ জন, রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৯ লাখ ১৭ হাজার ৮৮৪ জন ও দক্ষিণ আফ্রিকায় পঞ্চম সর্বোচ্চ ৫ লাখ ৮৩ হাজার ৬৫৩ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো – পেরু (৫ লাখ ২৫ হাজার ৮০৩ জন), মেক্সিকো (৫ লাখ ১৭ হাজার ৭১৪ জন), কলম্বিয়া (৪ লাখ ৫৬ হাজার ৬৮৯ জন), চিলি (৩ লাখ ৮৩ হাজার ৯০২ জন) ও স্পেন (৩ লাখ ৫৮ হাজার ৮৪৩ জন)।

কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক মানুষ মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানি বেড়ে ১ লাখ ৭২ হাজার ৬০৬ জনে দাঁড়িয়েছে। ব্রাজিলে মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার ২৯৭ জন। মেক্সিকোতে তৃতীয় সর্বোচ্চ ৫৬ হাজার ৫৪৩ জন, ভারতে চতুর্থ সর্বোচ্চ ৫০ হাজার ৮৪ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে –  ইতালি (মৃত্যু ৩৫ হাজার ৩৯২ জন), ফ্রান্স (মৃত্যু ৩০ হাজার ৪০৯ জন), স্পেন (মৃত্যু ২৮ হাজার ৬১৭ জন), পেরু (মৃত্যু ২৬ হাজার ৭৫ জন) ও ইরান (মৃত্যু ১৯ হাজার ৪৯২ জন)।

এছাড়া রাশিয়ায় ১৫ হাজার ৬১৭ জন, কলম্বিয়ায় ১৪ হাজার ৮১০ জন, দক্ষিণ আফ্রিকায় ১১ হাজার ৬৭৭ জন, চিলিতে ১০ হাজার ৩৯৫ জন, বেলজিয়ামে ৯ হাজার ৯৩৫ জন, জার্মানিতে ৯ হাজার ২৯০ জন, কানাডায় ৯ হাজার ২৪ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১৬৯ জন, পাকিস্তানে ৬ হাজার ১৬২ জন,  ইন্দোনেশিয়ায় ৬ হাজার ৭১ জন, ইকুয়েডরে ৬ হাজার ৬৫ জন, তুরস্কে ৫ হাজার ৯৫৫ জন, সুইডেনে ৫ হাজার ৭৮৩ জন, ইরাকে ৫ হাজার ৭৮৫ জন, আর্জেন্টিনায় ৫ হাজার ৬৩৭ জন, মিসরে ৫ হাজার ১৪১ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, বলিভিয়ায় ৪ হাজার ৩ জন, বাংলাদেশে ৩ হাজার ৬২৫ জন, সৌদি আরবে ৩ হাজার ৩৬৯ জন, রোমানিয়ায় ২ হাজার ৯৫৪ জন, ফিলিপাইনে ২ হাজার ৬০০ জন ও গুয়াতেমালায় ২ হাজার ৩৫৫ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯ মহামারী।

এইচএ/রাতদিন