লালমনিরহাটের হাতীবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে শফিক নামের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। তিনি ‘এমডি শফিক’ নামের একটি ফেসবুক আইডি পরিচালনা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শফিক উপজেলার কাদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি দক্ষিণ জাওরানী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বারেক মুন্সির ছেলে।
জানা গেছে, শফিক তাঁর আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রতীকী লোগোসংবলিত ছবি জুতায় প্রতিস্থাপন করে তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এ ঘটনায় গত ২৯ জুলাই হাতীবান্ধা থানায় জিডি করেন মো.আবুল কাসেম নামের স্থানীয় এক ব্যক্তি।
এ বিষয়ে আবুল কাসেম অভিযোগ করেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ন বক্তব্য ও অবমাননা করেছেন শফিক। আমি এটি মেনে নিতে পারিনি । তাই বিচার চেয়ে থানায় অভিযাগ করেছি ‘
এ বিষয়ে অভিযুক্ত শফিকের সাথে কথা বলা সম্ভব হয়নি।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এবি/রাতদিন