‘সরকারি প্রণোদনা পাওয়া ফটোসাংবাদিকদের ন্যায্য অধিকার’

রংপুরে বাংলাদশে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট সন্ধায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রংপুর কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোবারক হোসেন।

বক্তব্যে তিনি বলেন, করোনাকালে সরকারি প্রণোদনা পাওয়া ফটোসাংবাদিকদের ন্যায্য অধিকার। তা থেকে কোনো পক্ষ যদি বঞ্চিত করতে চায়, তাহলে আমরা সেটা কখনই মেনে নিবো না।

যেসব ফটোসাংবাদিক এখনও প্রণোদনার আওতায় আসেননি তাদের দ্রুত আবেদন জমা দেয়ার আহবান জানান তিনি।

সংগঠনের রংপুরের সভাপতি জাহিদ হোসেন লুসিডের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক নজমুল ওয়াহাব টিপু, দপ্তর ও প্রচার সম্পাদক মেজবাহুল হিমেল, কার্যকরী সদস্য আসাদুজ্জামান আফজাল, সদস্য শাহীন সরকার, কামরুজ্জামান সেলিম ও রঞ্জিত দাস প্রমুখ।

মোবারক হোসেন এর আগে কুড়িগ্রম সফর শেষে রংপুর কার্যালয়ে আসলে নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এইচএ/রাতদিন