অস্বাস্থ্যকর পরিবেশে আটা-ময়দাসহ বিভিন্ন ভেজাল উপকরণের মিশ্রণে নকল সাবান, ডিটারজেন্ট পাউডার তৈরি করা হতো দীর্ঘদিন ধরে। এরপর কয়েক হাত ঘুরে সেগুলো চলে যেত গ্রাহকদের কাছে। তবে এবার ‘গুরু ডিটারজেন্ট অ্যান্ড সোপ ফ্যাক্টরি’ নামের প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ।
রংপুর নগরীর ভগীবালা পাড়ায় এ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল ডিটারজেন্ট পাউডার ও সাবানসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর বিকেলে রংপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ওই কারখানায় অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে ৫০০ কেজি নকল ডিটারজেন্ট, নকল সাবান, হ্যান্ডস্যানিটাইজার ও এসব তৈরির যন্ত্রপাতি জব্দ করা হয়।
পরে কারখানা মালিক আতিকুর রহমানকে ভ্রাম্যমান আদালতের বিচারক রাহাত বিন কুতুব ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদÐ প্রদান করেন।
রংপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এবি/রাতদিন