ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনার উপসর্গে ভোগায় কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।
আগামী শুক্রবার, ১৮ ডিসেম্বর পর্যন্ত তিনি কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা গেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিসের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রবিবার এবং সোমবার নেতানিয়াহুর করোনা পরীক্ষা করা হয়েছে। তবে দু’দিনই তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে তিনি করোনার উপসর্গে ভূগছেন। শারীরিক অবস্থার প্রেক্ষিতে পরবর্রতী সিদ্ধান্ত নেয়া হবে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ইসরাইলে এ পর্যন্ত ৩ লাখ ৫৯ হাজার ৫০৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আর দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৪ জন।