ঈদে বুড়িমারী দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, ভারত থেকে ফিরতে পারবেন বাংলাদেশিরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দও দিয়ে ছয় দিন আমদানি- রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ – হাইকমিশন থেকে এনওসি বা অনাপত্তিপত্র নিয়ে আসা পাসপোর্টধারীরা দেশে প্রবেশ করতে পারবেন।

বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, বুধবার, ১২ মে থেকে আগামী সোমবার, ১৭ মে পর্যন্ত ছয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৮ মে থেকে যথারিতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘ইমিগ্রেশন বন্ধের কোন নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিদিন বিকেল ৩ টা পর্যন্ত এনওসি নিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু থাকবে। তবে যারা ফেরত আসবেন তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

এবি/রাতদিন

মতামত দিন