লালমনিরহাটে রেললাইন অতিক্রম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রাক্টর। মাটি ভর্তি ট্রাক্টরটি এসময় ছিন্নভিন্ন হয়ে লাইনের পাশে ছিটকে পড়ে। এতে ট্রাক্টরের চালক মফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার, ৩১ জানুয়ারি সকাল ১১টার দিকে লালমনিরহাট রেল স্টেশন থেকে এক কিলোমিটার দূরে তেলীপাড়া (গোল্ডেন বাজার) এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক্টর চালক মফিজুল ইসলাম সদর উপজেলার হারাটী ইউপির পশ্চিম আমবাড়ি গ্রামের আক্তার আলীর ছেলে এবং তিনি ঐ ট্রাক্টরের মালিক।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি রেলস্টেশন থেকে ছেড়ে দ্রুতগতিতে মহেন্দ্রনগরের দিকে যাচ্ছিল। পথে গোল্ডেন বাজার রেলক্রসিংয়ে একটি মাটি ভর্তি ট্রাক্টর রেললাইন পার হতে গেলে দ্রুতগতিতে থাকা ট্রেনটি একে ধাক্কা দেয়।
এতে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে যায় এবং লাইনের পাশে ছিটকে পড়ে। এ সময় ট্রাক্টরের চালক মফিজুল ট্রলির নিচে চাপা পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তাৎক্ষনিকভাবে তিনি ট্রেনের ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেন নি।