করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্তের হার

সারাদেশে করোনাভাইরাসের শনাক্তের হার কমলেও রোগীর মৃত্যুসংখ্যা বেড়েছে। গত চব্বিশ ঘন্টায় শনাক্তের এই হার ছিলো ১৬ দশমিক ৯৫ শতাংশ, যা আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ কম।

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। তাদের নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৭৪৪ জনে। আগের ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৭২৬৪ জনের। ২০২০ সালের ৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ৪২৮৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে সারাদেশে। শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৩ শতাংশ।

গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৪৬ জন।

গত মঙ্গলবার এ বছরের সর্বোচ্চ ও গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৪৩ জন।