প্রচণ্ড শক্তি সঞ্চয় করে হ্যারিকেনের গতিসম্পন্ন ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ‘ফণী’ আগামী শনিবার, ৪ মে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। এর আগে শুক্রবার সেটা আঘাত হানার সম্ভাবনা আছে ভারতের উড়িষা উপকূলে। দেশটিতে আঘাতের পর খানিকটা দুর্বল হয়ে বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা উপকূল দিয়ে প্রবেশ করে রংপুর-দিনাজপুরের দিকে আঘাত হানতে পারে।
ঘুর্ণিঝড় ফণীর সর্বশেষ অবস্থান সরাসরি দেখুন নিচের ভিডিওতে। আর ভিডিওর নিচে টাইমলাইনে ক্লিক বা স্ক্রল করে জেনে নিন এটি কখন, কোথায় অবস্থান করবে আর এর শক্তি কতটুকু থাকবে। অথবা টাইমলাইনের প্লে বাটনে ক্লিক করে কখন কোথায় অবস্থান করবে দেখুন…
ভিডিও চিত্র অনুযায়ী এটি রংপুর অঞ্চলে আঘাত হানতে পারে শনিবার, ৪ মে দুপুরের পরে। আর ওইদিন মধ্যরাত নাগাদ এটি দুর্বল হয়ে রংপুর বিভাগ অতিক্রম করবে।
আরআই/রাতদিন