ট্রেনে কাটা পড়ে সৈয়দপুরে শ্রবন প্রতিবন্ধীর মৃত্যু

আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক শ্রবন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে দূর্ঘটনা কবলিত ওই প্রতিবন্ধির নাম মো. শামসাদ।

বৃহস্পতিবার, ২ মে সকাল সোয়া ১০টার দিকে সৈয়দপুর-পাবর্তীপুর রেলপথের সৈয়দপুর শহরের মক্কা হোটেলের কাছে ওই দূর্ঘটনাটি ঘটেছে। নিহত বাকপ্রতিবন্ধী শামসাদ সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার মো. শেরআলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, খুলনা থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর চিলাহাটি উদ্দেশ্যে ছেড়ে আসে। সীমান্ত আপ ট্রেনটি সৈয়দপুর-পাবর্তীপুর রেলপথের সৈয়দপুর শহরের মক্কা হোটেলের সন্নিকটে পৌঁছানোর মুহুর্তে বাকপ্রতিবন্ধী মো. শামসাদ ওই স্থান দিয়ে সৈয়দপুর-পার্বতীপুর রেলপথ পার হচ্ছিলেন। এ সময় তিনি ট্রেনে কাটা পড়েন।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার এসআই আনিছুর রহমান জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

জেএম/রাতদিন