ফণীর প্রভাব: রংপুর বিভাগের কৃষকদের জন্য নির্দেশনা

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের অন্তত ১৯ জেলায় তীব্র বেগে বাতাস ও টানা চারদিন ধরে প্রচুর বৃষ্টি হতে পারে। এতে শুক্রবার থেকে সোমবার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।  

ফলে যেসব এলাকায় জমির বোরোধান ৮০ শতাংশের বেশি পেকেছে সেগুলো দ্রুত কেটে ফেলতে বলা কৃষি তথ্য সার্ভিসের বিশেষ বার্তায় বলা হয়েছে।  

ওই ১৯ জেলার মধ্যে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের কথাও বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শুধু ধানই নয়, পরিপক্ক মিষ্টি কুমড়া, মরিচ, কাউন, চিনাবাদাম, রবি ভুট্টা ও বিভিন্ন শাক সবজি দ্রুত সংগ্রহ করে নিতে হবে। এসব এলাকায় ফনির প্রভাবে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে এসব ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে কালের কন্ঠ অনলাইনের খবরে বলা হয়েছে, কৃষি বিভাগের সকল মাঠ কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

কৃষি তথ্য সার্ভিসের কৃষিবিদ ড. মো. নুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বোরোর মৌসুম হওয়ার কারণে সারাদেশের কৃষকদের জন্যই এসব সতর্কতা প্রদান করা হয়েছে। কারণ সারাদেশেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে ১৯টি জেলা বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে বিশেষভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। যাতে করে কৃষকদের ক্ষতি না হয় বা কমিয়ে আনা যায়।’

এবি/রাতদিন