পুলিশের রক্তক্ষরণের মধ্য দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘রংপুরে রক্ত দিয়ে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের লড়াই। শঙ্কু যেদিন রক্ত দিয়েছে সেদিন ছিলো না ধর্ম। ফলে এই দেশে আমরা সব মানুষ এক সাথে বসবাস করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন, ধর্ম যার যার উৎসব সবার।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে পুলিশের উপর প্রথম আক্রমন হয়েছিল। পুলিশের রক্তক্ষরণের মধ্য দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এবং রংপুর জেলা হোটেল রেস্তোঁরা মালিক সমিতি ও মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় ‘মানবতার বন্ধনে রংপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্নপ্রকাশ উপলক্ষে বুধবার, ৮ মে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

ছবি : রাতদিন.নিউজ

মেট্রোপলিটন পুলিশ কমিশনার অব্দুল আলীম মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুর র‌্যাব-১৩ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রুহুল আমীন মিঞা প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, মানবতার বন্ধনে রংপুরের সভাপতি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জমির উদ্দিন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সুশান্ত ভৌমিক, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, হোটেল
রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ খোকন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

অনুষ্ঠানে ১০০ জন এতিম শিশুর মাঝে ইফতার বিতরণের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এইচএ/রাতদিন