পীরগঞ্জে ১০ টাকা কেজির চাল আত্মসাৎ, ডিলারশীপ বাতিল

চাল বিতরনে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে একজনের ডিলারশীপ বাতিল করা হয়েছে। রংপুরের পীরগঞ্জে চৈত্রকোল ইউনিয়নের খালিশা বাসুদেবপুর কেন্দ্রে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরনে অনিয়মের অভিযোগে এই ডিলারশীপ বাতিল করা হয়।

মঙ্গলবার, ৭ মে উপজেলা খাদ্য বিতরণ কমিটির বৈঠকের সিদ্ধান্তে অভিযুক্ত ওই ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নওয়াব আলী নামের ওই ডিলারের কেন্দ্রে ৫শ’ ৪৯ জন সুবিধাভোগীর অনুকুলে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য গত মাসে ১৬ হাজার ৪৭০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়।

গত ১৬ এপ্রিল ভেন্ডাবাড়ি খাদ্য গুদাম থেকে সমুদয় চাল উত্তোলনের পর এর সিংহভাগ কালোবাজারে বিক্রি করে দেন বলে অভিযোগ উঠে ওই ডিলারের বিরুদ্ধে। পরদিন ১৭ এপ্রিল সুবিধাভোগীরা ডিলারের দোকানে এসে চাল না পেয়ে বিক্ষোভ করে।

খবর পেয়ে ভেন্ডাবাড়ী খাদ্যগুদাম কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌছান। সেখানকার ইউপি সদস্যদের নিয়ে ডিলারের গুদাম ঘর সিলগালা করে চাল-বঞ্চিত সুবিধাভোগীদের ৯৫ টি কার্ড জব্দ করেন।

পরবর্তীতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইয়্যেদুল ইসলাম উপজেলা খাদ্য বিতরন কমিটির সদস্যদের নিয়ে সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ অবস্থায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নওয়াব আলীর ডিলারশীপ বাতিল করা হয় বলে জানান খাদ্য নিয়ন্ত্রক সাইয়্যেদুল ইসলাম।

এসকে/রাতদিন