ভগবানেরও গরম লাগে, মন্দিরে তাই এসি!

অসহনীয় গরমে কষ্ট থেকে দেবতাদের রক্ষা করতে মন্দিরে বসানো হয়েছে এসি, কুলার ও ফ্যান। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। সেখানকার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলষিয়াসের কাছাকাছি। দেশটির বিভিন্ন মন্দিরের পুরোহিতদের দাবি, প্রচণ্ড গরমে দেবতাদের ভীষণ কষ্ট হচ্ছে।

কানপুরের মন্দিরগুলোর পুরোহিতরা জানান, মন্দিরে দেবতাদের এতটাই গরম লাগছে যে মন্দিরে থাকতে পারছেন না। তাই বিশেষ ধরনের ব্যবস্থা করা হয়েছে যাতে দেবতারা এই গরমে সুস্থ থাকতে পারেন।

কানপুরের সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরের প্রধান পুরোহিত সুরজিত কুমার দুবে বলেন, `ভগবানেরও গরম লাগে। আর পাঁচটা সাধারণ মানুষের মতই তাঁরাও (ভগবান) কষ্ট পান।’

তিনি আরও জানান, মন্দিরের গর্ভগৃহ ঠাণ্ডা করার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয় দেবতাদের হালকা জামাকাপড়ও পরানো হয়েছে। যাতে অতিরিক্ত ভারি জামা কাপড়ে আরও গরম না লাগে।

এ প্রসঙ্গে সাধারণ ভক্তদের অভিযোগ, এই ব্যবস্থা কি ভগবানের জন্য না পুরোহিতদের স্বার্থে। তাদের অভিযোগ, পুরোহিতেরা মন্দিরের মধ্যে যাতে আরামে থাকেন তাই জনগণের দানের টাকায় এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না তারা।

জেএম/রাতদিন