টাকা গুণতে অনিয়ম, রংপুরে বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তা বরখাস্ত

টাকা গণনায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার ক্যাশ বিভাগে কর্মরত চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে শাখার উপমহাব্যবস্থাপক ফজলার রহমানকে প্রধান করে ১৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র মতে, ঘটনাটি গত ৯ জুন ঘটলেও গত কয়েকদিন ধরে তা গোপন ছিল। তবে বিষয়টি বৃহস্পতিবার, ১৩ জুন জানাজানি হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংকের রংপুর কার্যালয় সূত্র জানায়, সাময়িক বরখাস্ত হওয়া চারজনই মুদ্রা নোট পরীক্ষক (গ্রেড-১)। তাঁরা হলেন সাজেদ মো. খালেদ, শামীম মিয়া, রাবেয়া বশরী ও শেফালী বেগম।

নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, প্রতিদিনই টাকা গণনা করা হয়। এদিন ব্যাংকের টাকা গণনার সময় কিছুটা অনিয়ম হয়েছে।

তিনি দাবি করেন, টাকা খোয়া যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে টাকা গণনায় অনিয়ম হয়েছে। যেমন টাকা গণনার সময় কেউ মানিব্যাগ নিয়ে প্রবেশ করলে সেটাও অনিয়ম হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের অনিয়মের কারণেই চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আর ওই চারজনের বরখাস্তের আদেশেও বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এইচএ/রাতদিন