অবসরের পরও ৫০ মিটারের দৌড়ে মোটরচালিত অটোরিক্সাকে হারালেন বিশ্বের সর্বোচ্চ দ্রুততম কিংবদন্তি উসাইন বোল্ট। পেরুর রাজধানী লিমার স্টেডিয়ামে অ্যাথলেটিক অতিথি হিসেবে বোল্ট গিয়েছিলেন মাত্র ৩০ মি‘নিটের জন্য। প্রতিযোগিতায় সেখানে গিয়ে আবারো সবার মন জয় করে নেন কিংবদন্তি এই স্প্রিন্টার।
প্রতিদ্বন্দ্বী অটোকে হারিয়ে বোল্ট হাসতে হাসতে বললেন, ‘দৌড়ের সঙ্গে আমার সম্পর্কটা আত্মিক। তাকে ছেড়ে আমি থাকতে পারব না। ট্র্যাক থেকে সরে গিয়েছি অনেক আগেই। আমাকে তাই অনেকে বয়স্ক ভাবতে শুরু করেছেন। তাই দৌড় প্রতিযোগীতায় অটোকে বেছে নিলাম। মনে হচ্ছে, গতিতে দূর্বলতা আসেনি।’
অ্যাথলেটদের জন্য পরামর্শ দিয়ে বোল্ট বলেন, ‘কোনও কিছুর প্রত্যাশা না করে অনুশীলনে নিজেকে ডুবিয়ে দাও। তা হলেই সাফল্য তোমার কাছে এসে দাঁড়াবে। আমি এই মন্ত্রেই নিজেকে তৈরি করেছি।’
এনএইচ/রাতদিন