বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা পার্টির (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন।
গাজীপুরের সফিপুরে মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বাসস পরিবেশিতে খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি থেকে অবসর গ্রহণের পরে তিনি তাঁর গ্রামে বাস করবেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যখনই আমি রাজনীতি থেকে অবসর নেব, আমি আমার গ্রামে চলে যাবো এবং এটিই আমার সিদ্ধান্ত।’
সমাবেশে আনসার ও ভিডিপি লেকে আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকায় উঠে দুই শিশু নৃত্য পরিবেশন করে।
তা দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে বলেন, নৌকায় এই দৃশ্য দেখে তাঁর কিশোর বেলার স্মৃতি স্মরণে আসছে।
শেখ হাসিনা তাঁর স্মৃতিচারণ করে বলেন, ‘আমার পিতামহের একটি বিরাট পানসি নৌকা ছিল। এটিতে দুইটি কক্ষ ও জানালা ছিল । আমি যখন এটিতে উঠতাম, জানালার কাছে বসে হাত দিয়ে পানি স্পর্শ করতাম।’
তিনি বলেন, ‘নৌকায় অন্যরাও থাকতো বিশেষ করে আমার ভাই (শেখ) কামাল, সে নৌকার ছাদ থেকে লাফ দিত এবং নৃত্য করতো ।’
‘যখন আমি নৌকা দেখি, আমার কিশোরী বেলার স্মৃতি স্মরণে আসে।’ –যোগ করে বলেন প্রধানমন্ত্রী।
এবি/রাতদিন