আবার বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরো বাড়ানো হয়েছে।  করোনাভাইরাসের কারণে এ ছুটি  আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে।

আজ শুক্রবার, ১৮ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

গত মঙ্গলবার চলমান ছুটি আবারো বাড়তে পারে বলে জানিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

শিক্ষা উপমন্ত্রী বলেছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে। আগামী ১৯ ডিসেম্বরের আগে এ বিষয়ে জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে,  গত ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।  এরপর একাধিকবার ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়।

আরআই/রাতদিন