মাস না পেরুতেই আরো একবার সাহিত্যিকদের পদচারণায় মুখরিত হলো সাংস্কৃতিক ক্ষেত্রে উত্তরের সমৃদ্ধ জনপদ লালমনিরহাট। অনলাইন সাহিত্য পত্রিকা সাহিত্যপুরী ডট কম-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটি লেখক সম্মেলনের আয়োজন করে।
শুক্রবার, ৬ সেপ্টেম্বর লালমনিরহাট জেলার কালীগঞ্জের কাকিনায় দিনভর এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংপুর বিভাগের শতাধিক সাহিত্যিক অংশগ্রহন করেন।
উত্তরবাংলা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলো অংশগ্রহনকারীদের স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনা।
অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরবাংলা কলেজের অধ্যক্ষ এএসএম মনওয়ারুল ইসলাম, কবি শেখ ফজলল করিমের ভ্রাতুষ্পুত্র অধ্যাপক আব্দুস সালাম, বিশিষ্ট সাহিত্যিক কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মো: শাহ আলম। বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক লেখক মনোয়ারা বেগম, গবেষক ও লেখক রেজাউল করিম মুকুল, উত্তরবাংলা কলেজের বাংলা বিভাগের প্রধান আবু শাহাদত রুবেলসহ বিভাগের সকল জেলার সাহিত্যিকগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর বাংলা কলেজের ইংরেজী বিভাগের উপ-প্রধান, সাহিত্যপুরী ডট কম এর উপদেষ্টা সম্পাদক সুবাস রায়।
পরে সাহিত্যিকরা কবি শেখ ফজলল করিমের কবর জিয়ারত করেন। কবির বাড়ীতে রক্ষিত তার স্মৃতি বিজড়িত বিভিন্ন ব্যবহার সামগ্রী প্রত্যক্ষ করেন ও কবির স্বজনদের সাথে মতবিনিময় করেন।
সাহিত্যপুরীর উপদেষ্টা সম্পাদক সুবাস রায়, সম্পাদক ও প্রকাশক সুজন রায়, সাহিত্যপুরীর উপদেষ্টা এস দীলিপ রায়, মাজহারুল মোর্শেদ, সহযোগী সম্পাদক রতন রায় নিলয়, সম্পাদনা সহযোগী গৌরাঙ্গ রায়, আব্দুল্লা আল মামুন, মাইদুল ইসলাম অন্তর, আইটিএম অন্তর, সাগর, জুয়েল, পাভেল, নরোত্তম রায় অনুষ্ঠানটি আয়োজনে বিশেষ ভুমিকা রাখেন।
এর আগে গত ১৪ আগস্ট লালমনিরহাট জেলার সাহিত্যিকদের এক মিলনমেলা বসেছিল কালীগঞ্জের তুষভান্ডারে।