রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। দেশটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সুমাত্রায় এ আঘাত হানে ভূমিকম্পটি।
এতে সুনামি সর্তকতা জারি করেছে কর্তৃপক্ষ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাভা দ্বীপের মূল শহর থেকে ৬৫ মাইল দূরে। মাটি থেকে ৩৭ মাইল গভীরে কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া বরাবরই ভূমিকম্প প্রবণ এলাকা বলে পরিচিত। পৃথিবীর এই অঞ্চলেই সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। সুনামির ঘটনাও এই অঞ্চলে অবস্থিত দেশগুলির কাছে খুবই স্বাভাবিক ঘটনা। এখন দেখার সুনামির সতর্কতা জারি হলেও শেষ অবধি কম্পনের পর আফটার শক হিসাবে কোন ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয় ইন্দোনেশিয়া।