এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশের যুবারা। বাছাই পর্বে বাহরাইনের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
বুধবার, ৬ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় খলিফা স্পোর্টস সিটির ইসা টাউন স্টেডিয়ামে শুরু হয় খেলাটি।
বাহরাইনের রাজধানী মানামার এই মাঠে প্রথমার্ধের শেষ দিকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর শেষ দিকে আরও দুটি গোল হজম করতে হয় সফরকারীরদের।
ম্যাচের ৪২ মিনিটে প্রথম গোলটি তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচের একেবারে শেষে এসে ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
আগামী শুক্রবার, ৮ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে যুবারা। এছাড়া ‘ই’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
২০২০ সালের অক্টোবরে উজবেকিস্তানে বসবে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল আসর। স্বাগতিক উজবেকিস্তান ছাড়া ১১ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ নিয়ে হবে মূল পর্বের খেলা।
শান্ত/রাতদিন