বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন। মুজিববর্ষ স্মরণীয় করে রাখতে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করা সাইক্লিস্টরা এখন বিভাগীয় নগরী রংপুরে অবস্থান করছে দলটি। একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য ৭১ জন সাইক্লিস্ট অংশ নিচ্ছে এই দলে।
বুধবার, ১১ নভেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে সাইক্লিস্টদের দলটি রংপুর সেনানিবাসে পৌঁছায়। এখানকার ক্যাডেট কলেজ, মিঠাপুকুর ও পীরগঞ্জের মেরিন একাডেমি হয়ে শুক্রবার বগুড়ার পথে যাত্রা করবেন তারা।
এর আগে গত রোববার, ৮ নভেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরোলাইনে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এর উদ্বোধন করেন।
এরআগে আজ বুধবার সকালে সাইক্লিস্টদের দলটি রংপুরের তারাগঞ্জে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) পয়েন্টে এসে পৌঁছলে সড়কের দুই পাশে কয়েকশ নারী, পুরুষ করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান। সেখান ফটোসেশনের পর বর্ডার গাড অব বাংলাদেশ-বিজিবি’র রংপুর এর সদর দফতরে এক ঘণ্টার বিশ্রাম শেষে সাইকেল চালিয়ে রংপুর সেনানিবাসে এসে পৌঁছায় তারা।
সেখানে তাদের অভ্যর্থনা জানান সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত রংপুর সেনানিবাস সংলগ্ন নিসবেতগঞ্জের ‘রক্ত গৌরবে’ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সাইক্লিস্ট ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে নিরবতা পালন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন তারা।
এ ব্যাপারে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড (৩০ বীর) এর কমার্ন্ডিং অফিসার লে. কর্ণেল মো. হেদায়েতুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘তেঁতুলিয়া থেকে টেনাফ পর্যন্ত সাইকেলে ১০১০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেয়ার দুঃসাহসিক প্রয়াস ‘সাইক্লিং এক্সপেডিশন’। জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে ধারণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশনের ১০০ জন সাইক্লিস্টের অংশগ্রহণে এই বছরকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার প্রচেষ্টা করা হয়েছে। একই সঙ্গে একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য ৭১ জন সাইক্লিস্ট এই এক্সপেডিশন চলমান রাখবে। দলে আরও ২৯ জন রিজার্ভ সাইক্লিস্ট রয়েছে’।
আগামী ৬ ডিসেম্বর টেকনাফে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন শেষ হওয়ার কথা। এরআগে রংপুর হতে বগুড়া, সাভার, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও রামু হয়ে টেকনাফে পৌঁছাবে সাইক্লিং এক্সপেডিশনে অংশ নেয়া সাইক্লিস্টরা।
জেএম/রাতদিন