এডিস মশা যেভাবে নির্মূল করেছে চীন

এডিস অ্যালবোপিক্টাস প্রজাতির মশা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের মাঝে জিকা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়াসহ বিপজ্জনক রোগের সংক্রমণ ঘটাচ্ছে। বিজ্ঞানীরা মাত্র দুই বছরে চীনের গুয়াংঝু শহরের দুটি দ্বীপপুঞ্জ থেকে এই মশা প্রায় নির্মূল করতে সক্ষম হয়েছে।বিকিরণ ও ব্যাকটেরিয়া স্ট্রেন এই দুই প্রক্রিয়ার সমন্বিত প্রয়োগের মাধ্যমে এই নির্মূল প্রক্রিয়া সম্পাদন করে তারা।

সম্প্রতি দ্য ন্যাচার জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এই সাফল্যের কথা উঠে এসেছে। গবেষকরা জানিয়েছেন, চীনের দুই দ্বীপে দুটি বিদ্যমান পদ্ধতির সমন্বয় করে ‘এশিয়ান টাইগার’ নামে পরিচিত এই মশার পরিমাণ ৯৪ শতাংশ কমিয়ে আনা হয়েছে।

গবেষণা দলের প্রধান ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মশার বাস্তুসংস্থান বিষয়ক বিশেষজ্ঞ পিটার আর্মব্রাস্টার বলেন, এই গবেষণায় ভালো ফলাফল এসেছে।

তিনি আরও বলেন, দুই স্তরের পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। বিকিরণের মাধ্যমে মশাকে নির্গত করা হয় ও ওলবাখিয়া প্রজাতির ব্যাকটেরিয়া স্ট্রেনের মাধ্যমে ডিম থেকে মশার উৎপাদন রোধ করা হয়।

ল্যাবে যখন একসঙ্গে এই দুটি পদ্ধতি প্রয়োগ করা হয় তখন তা মশা নিধনে আরও বেশি কার্যকর হয়ে ওঠে।

শান্ত/রাতদিন