ঐক্যফ্রন্টের কোনো দাবি থাকলে সংসদে এসে বলার আহ্বান ওবায়দুল কাদেরের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  ‘সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনকে গণতান্ত্রিক বিশ্ব, গণতান্ত্রিক অনেক দেশসহ  আন্তর্জাতিকভাবে দিয়েছে। এমনকি পাকিস্তান পর্যন্ত স্বীকৃতি জানিয়েছে। এর বাইরে সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি  প্রশংসা করেছে। এই অবস্থায় এ ধরনের দাবি হাস্যকর ‘।

নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের তোলা প্রশ্ন এবং নতুন করে নির্বাচন দাবি প্রসঙ্গে এসব কথা বলেন তিনি। ‘ঐক্যফ্রন্টের কোনো দাবি থাকলে তা সংসদে এসে বলার’ আহ্বান জানান মন্ত্রী।

শুক্রবার, ১১ জানুয়ারি গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ক্ষমতাসীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। বিভিন্ন গণমাধ্যমে শুক্রবার প্রকাশিত খবরে জানা গেছে এসব তথ্য।

এসময় তাঁর সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএ/১১.০১.১৯

মতামত দিন