কবি-সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছে রাতদিননিউজ।
লালমনিরহাট জেলার বিভিন্ন প্রান্তের এসব মানুষ আজ শুক্রবার, ১৫ নভেম্বর বিকালে এসে জড়ো হয়েছিলেন সংবাদমাধ্যমটির আঞ্চলিক অফিসে।এরপর সন্ধ্যা পর্যন্ত চলে আড্ডা, আলোচনা।
এদিন ছিলো রাতদিননিউজের প্রধান বার্তা সম্পাদক হায়দার আলী বাবুর জন্মদিন। আগত কবি-সাহিত্যিকগণ এসময় তাৎক্ষণিকভাবে আয়োজিত জন্মদিনে অংশ নেন। নিজেদের লেখা কবিতা, ছড়া আবৃত্তিতে রাতদিন অফিস যেন হয়ে ওঠে এক পরিপূর্ণ সাহিত্য আসর।
এর আগে ‘লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ’ এর উদ্যোগে দিনব্যাপী আড্ডা চলে কালীগঞ্জ প্রেসক্লাবে। সেখানকার আয়োজন শেষে রাতদিননিউজের সম্পাদক একেএম মঈনুল হকের আমন্ত্রণে একে একে কবি-সাহিত্যিকরা এসে উপস্থিত হতে থাকেন রাতদিননিউজের অফিসে।
প্রথমে রাতদিননিউজের সম্পাদক একেএম মঈনুল হক উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে সংবাদমাধ্যমটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন শঙ্খচিল মিডিয়ার পরিচালক রবি ইসলাম এবং যুগ্ম সম্পাদক শেখ আবদুল আলিম।
পরে বক্তব্য রাখেন রংপুর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানীর (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. দেলওয়ার হোসেন রংপুরী।
তিনি বলেন, ‘রাতদিননিউজ সত্যিকার অর্থে আমাকে আকর্ষিত করে।আর আজ এর অফিসে এসে আমিসহ অন্য কবি-সাহিত্যিকরা মুগ্ধ’। এসময় তিনি এই অনলাইনে যাতে বেশি বেশি গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশিত হয় সেই আহ্বান জানান।
এসময় জেলার দুই বর্ষিয়ান সাংবাদিক শেখ আব্দুল আলিম ও একেএম মঈনুল হকের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন করেন বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন।
পরে উপস্থিত অনেকেই তাৎক্ষনিকভাবে রাতদিননিউজকে নিয়ে ও উৎসর্গ করে লেখা কবিতা ও ছড়া পাঠ করেন।
দেলওয়ার হোসেন রংপুরী লিখেন:
তাৎক্ষণিক ছড়ায়
ভাব- ভাষা খরায়
ছন্দ বিবি মন্দ পথে
ল্যাংড়া হয়ে গড়ায়।
রাতদিন ডট নিউজ
প্রচার পাবে হিউজ
লালমনির সকল পাঠক
করুক এটা ইউজ।
ছড়াকার ইরশাদ জামিল লিখেন:
রাতদিন রাতদিন
ওঠে বেজে একী বীণ
সময়ের সূর্যে
সমাজের চোখ যে
ঘূচে যাক দুরে যাক
সব বাধা ব্যবধান
কোথা কাঁদে কার প্রাণ
মানুষের হাহাকার
যেথা যত কদাকার
তুলে এনে বিশ্বে
ষ্পষ্টত দৃশ্যে
মানবতা পাক প্রাণ।
কবি ইসমত আরা লিখেন:
জন্ম তোমার শুভ হোক এইতো করি আশীর্বাদ
হেথায় এসে জানতে পেরে লজ্জা পেলাম শুন্য হাত
হোক তাতে কী মনটা খুলে রাতদিনেতে রবে সব
কথা দিলাম আজকে এসে নীরব নিবিড় স্মৃতিরব
আমরা আছি থাকবো পাশে রাখবো সবাই তোমার মান
দেশের দশের সকল পাশে রাখবো তোমার সুসম্মান
শুভ শুভ জন্মদিন জানাই শেষে আজ সুদিন
সারা জীবন সুখেই কাটুক এইতো বাজুক হৃদয়বীণ।
এছাড়াও স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি আতাউর মালেক, শশধর রায়, আব্দুস ছালাম, মাজহার মোর্শেদ ও সোহাগী বেগম।
অনুষ্ঠানে জেলার কবি-সাহিত্যিকদের মাঝে উপস্থিত ছিলেন মঞ্জুরুল কাদের, লীনা রহমান, আদেল, অন্তর, মাইদুল, রিপন, জামান, শাওন ও লতিফ।