গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনাভাইরাস শনাক্তের কিট তৈরি ও ল্যাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। আজ মঙ্গলবার, ৭ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অনুমোদন দেয় গণস্বাস্থ্যকে। রাতে এ খবর দিয়েছে দৈনিক দেশ রূপান্তর।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটিকে।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্তের নমুনা পাওয়া গেছে। পরীক্ষামূলক কিট দিয়ে রক্ত পরীক্ষা করে দেখবেন তারা। আগামী ১১ এপ্রিল সরকারকে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস পরীক্ষার কিট সরবরাহ করা হবে।
ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, ব্লাড গ্রুপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয়, এটা মোটামুটি সে রকমের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে অত্যন্ত স্বল্পমূল্যে করোনাভাইরাস শনাক্ত করা যাবে।
প্রসঙ্গত, বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের চার চিকিৎসক নিহাদ আদনান, মোহাম্মদ রাশেদ জমিরউদ্দিন ও ফিরোজ আহমেদ করোনা শনাক্তের কিট উদ্ভাবন করেন।
এর আগে ২০০৩ সালে পৃথিবীজুড়ে সার্স ভাইরাস ছড়িয়ে পড়লে বিজন কুমার শীল সিঙ্গাপুর গবেষণাগারে কয়েকজন সহকারীকে নিয়ে সার্স ভাইরাস দ্রুত নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন। বিজন কুমার গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের প্রধান বিজ্ঞানী।
এইচএ/রাতদিন