কালীগঞ্জে বায়ুমন্ডলের কার্বন হ্রাসকরণ প্রকল্পের উদ্ধোধন

গাছের সাহায্যে বায়ূমন্ডলের কার্বন হ্রাসকরণ প্রকল্পের আওতায় ‘বেইজ লাইন সার্ভে’ কার্যক্রমের উদ্বোধন করেছে ‘রূপালী হেল্থ কেয়ার ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থা।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামে (কামারপাড়া) সংস্থার জেলা কার্যালয়ে সোমবার, ৬ মে এ উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর ড. এম এ আজম মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান প্রশিক্ষক মো. জহুরুল হক, এপিডিডি মো. আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

লালমনিরহাটের পাঁচ উপজেলার ১২০ জন মাঠকর্মী কর্মশালায় অংশ নেন।

সংস্থার জেলা ব্যবস্থাপক নবী হোসেন রানা জানান, বায়ু মন্ডলের কার্বন হ্রাস করণে সংস্থাটি দীর্ঘদিন ধরে জেলার পাঁচ উপজেলায় কাজ করছে। বৃক্ষ নিধন নয়, বৃক্ষ সংরক্ষনের মাধ্যমে বায়ু মন্ডলে সৃষ্ট কার্বন হ্রাসে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা মানুষকে সচেতন করছেন।

এসকে/রাতদিন