কাশ্মীরে আবারো প্রাণ গেল ৪ সেনার

ভারতের কাশ্মীরে আবারো এক মেজরসহ চার সেনা নিহত হয়েছেন। সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে তারা নিহত হয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, আজ সোমবার, ১৮ ফেব্রুয়ারি সকাল থেকে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের সময় তারা নিহত হন।

এদিকে আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার সেনা কনভয়ে ভয়াবহ হামলার ঘটনাস্থল পুলওয়ামা থেকে আজকের সংঘর্ষের দুরত্ব প্রায় আট কিলোমিটার।

এ সম্পর্কিত আরও খবর...

ওই গোলাগুলির মাঝখানে পরে স্থানীয় এক বাসীন্দাও নিহত হয়েছেন বলে আনন্দবাজারের খবরে বলা হয়।

একটি বাড়িতে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে এমন খবরে সেনারা রোববার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে। আর সকালে শুরু হয় দুই পক্ষের গোলাগুলি।

প্রসঙ্গত, গত কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ’র  গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বাহিনীর অন্তত ৪৪ সদস্য নিহত হয়। জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করেছে।

এবি/রাতদিন