কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ী সীমান্ত থেকে রাশেদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ)।

গতকাল শুক্রবার, ৩০ এপ্রিল রাতে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। রাশেদুল ছাটকড়াইবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, রাশেদুলসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত থেকে ভারতীয় গরু আনতে যায়। এসময় বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ধাওয়া করলেও অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে রাশেদুল।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান।

এ বিষয়ে বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, রাশেদুলকে আটকের খবর পেয়ে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

এবি/রাতদিন

মতামত দিন